মেহেরপুর জেলা ডিবি পুলিশ গাংনী ডিগ্রী কলেজ মোড় থেকে ২ কেজি গাঁজাসহ আ: জলিল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এস আই মেজবাহর দারাইন নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাংনী কলেজ মোড় এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ গাংনীর জোড়পুকুরিয়া গ্রামের আনোয়ারুলের ছেলে আ: জলিলকে আটক করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আজ সোমবার দুপুরে আটক জলিলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।