মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া বাজার এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা ডিবি পুলিশ।আটক মাদক ব্যবসায়ীর নাম ইব্রাহিম। তার বাড়ি গাংনী উপজেলার অাকুবপুর গ্রামে।
মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের ওসি শাহিনুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গাংনী উপজেলার মটমুড়া বাজারে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ আকুবপুর গ্রামের আমিরুলের ছেলে মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে আটক করে।
তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।