মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের (কড়ুইগাছি) বামন্দী গ্রামে সাপের কামড়ে আসিফ হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্র মারা গেছে। আসিফ বামন্দী গ্রামের সুন্নত আলীর ছেলে ও স্থানীয় কেএবি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
বুধবার সকালের দিকে স্কুল ছাত্র আসিফ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্থানীয়রা জানান, আসিফ অন্যান্য রাতের ন্যায় গত মঙ্গলবার রাতে পড়া-শোনা শেষে ঘরের ঘুমিয়ে পড়ে। গভীর রাতে একটি বিষধর সাপে তাকে কামড় দিলে মারাত্বকভাবে অসুস্থ হয়ে পড়ে।
এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসার জন্য নেয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।