গাঁজাসহ সিদ্দিক আলী মন্ডল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার কাজীপাড়ার এক চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুর বারাদী কাজীপাড়া এলাকার মৃত দ্বীন আলী মন্ডলের ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কামান্ডার (সিপিসি-২) আব্দুল্লাহ আল মেহেদী জানান, মাদক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধারকৃত আলামতসহ তাকে চুয়াডাংগা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ এর (১) টেবিলের ৭(ক) ধারার মামলা করা হয়।