খোকসার চাঁদট গ্রামে গড়াই নদীর খালের মুখে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ।
ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার সময় বেতবাড়ীয়া ইউনিয়নের চাঁদট গড়াই নদীর খালের মুখে অজ্ঞাত (৪০) পুরুষের গলিত লাশ পড়ে থাকার খবর পাই স্থানীয় লোকের মারফতে।
পরে খোকসা থানার এস আই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে উক্ত লাশটি উদ্ধার করে পোষ্টমর্টেম করার জন্য কু্ষ্টিয়া হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে খোকসা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৬ তারিখ ১৩/০৬/২০১৮ ইং।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দেলোয়ার হোসেন জানান সুরতহাল রিপোর্টে মৃত্য ব্যক্তির কপালে ডান দিকে আঘাতের ক্ষত চিহ্ন পাওয়া গেছে। দীর্ঘসময় লাশটি পানিতে থাকায় অর্ধগলিত হয়ে গেছে। ধারনা করা হচ্ছে দু’দিন আগে কে বা কারা হত্যা করে ফেলে রেখে গেছে অথবা কোন মৃগী পাগল লোক নদীর পাড়ে পড়ে মারা গেছে।
তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
এ ব্যাপারে খোকসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বজলুর রহমানের মুঠোফোনে কল করলেও তিনি ফোন ধরেননি।