কুষ্টিয়া খোকসা গোপগ্রামের আব্দুল হামিদ মাস্টারের জমি দীর্ঘ ২৪ বছর ধরে দখল করে সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করছে একই গ্রামের আবুল হোসেন দিং।
সরোজমিনে গিয়ে আব্দুল হামিদ মাষ্টারের ছেলে মোঃ মামুনার রশিদের সাথে কথা বলে যানা যায়, এই জায়গা নিয়ে কুষ্টিয়ে আদালত সহ উচ্চ আদালতে রায় পেয়েও জায়গা দখল নিতে পারছে না আব্দুল হামিদ মাষ্টারের ছেলে। যাহা মামলা নম্বর – ৫০/২০০১,৪৪/৯৭,২০৬/২০০৪,২০৮/২০০৪,০২/০৫,৪৪/১৪,৩২/১৩ ইং। এই মামলা সহ আদালত থেকে রায় পাই আব্দুল হামিদ মাষ্টার।
কিন্তু আবুল হোসেন দিং প্রভাবশালী ব্যাক্তি হওয়ায় জর পূর্বক জমি দখল করে সর্বোচ্চ সূযোগ সুবিধা ভোগ করছেন। ভূমিদস্য আবুল হোসেন,হামিদ বিশ্বাসের ছেলে জানান আমার পৈতিক সম্পত্তি জোর পূর্বক দখল করে সুবিধা ভোগ করছেন একই গ্রামের মৃতঃ রুস্তম আলী ছেলে আবুল হোসেন তাহার কোন জায়গা নেই কাগজ পত্র নাই তা আদালতে প্রমানিত হয়। আদালতের রায় ও ডিগ্রীর নির্দেশ অমান্য করে একের পর এক আপিল করে হেরে যায়।
আবুল হোসেন দিং বছির, গোলাম মোস্তফা, খোকন এদের অর্থ দিয়া মিথ্যা মামলা করাচ্ছে। বছির,নরুল আবুল হোসেনের আত্মীয় নয় ও জমির মালিক নয়,আদালতের রায় ও ডিগ্রী প্রাপ্ত মালিকদের জমির মধ্যে কোন জমি পাইবেনা তাহা আদালতে প্রমানিত হয়।