কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়ে গেছে।
ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দিন গত রাত ১১ টার দিকে উপজেলা আমবাড়িয়া ইউনিয়ন পরিষদ মোড়ে ফরহাদ মার্কেটের আব্দুল আজিজের মুদি দোকান থেকে আগুনের সূত্র পাত হয়।
মুহুত্যের মধ্যে আগুন ছড়িয়ে পরে মার্কেটটি অন্যান ঘরে। ফায়র সার্ভিসের খোকসা ইউনিটের কর্মীরা ও গ্রামবাসী চেষ্টা চালিয়ে প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগ্নিকান্ডে ক্ষতিগস্থ্য ব্যবসায়ীরা হলেন কৃটনাষক ব্যবসায়ী কিবরিয়া, মুদি দোকানী মিলন, হার্ডওয়ার ব্যবসায়ী শিমুল, চাউলের দোকানী জাহাঙ্গির, ওষুধ ব্যবসায়ী ইসলাম ও চায়ের দোকানী আব্দুল কাদের।
আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বিষু জানান, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৫০ লাখ টাকার মালামাল ভষ্মিভূত হয়ে গেছে।