কুষ্টিয়ার খোকসায় ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ (রিয়োজিয়েন্ট) বা রোগ নির্ণয়ের ঔষধ প্রয়োগে অনিয়মে ২ ডায়াগনস্টিক সেন্টার ও ফ্লাওয়ার মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর এ-আলম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সেতু ডায়গনস্টিক সেন্টার ও ফাতেমা ডায়গনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে ২ জনের কাছ থেকে ১০ হাজার টাকা ও খোকসা বাজারের খেয়াঘাট এলাকায় জেবা এন্টার প্রাইজ এর ফ্লাওয়ার মিলে তালা লাগিয়ে দিয়েছে এবং প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
এসময় স্থানীয় সাংবাদিকদেরকে ভ্রাম্যমাণ আদালত বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও নিম্নমানের পণ্য ব্যবহার করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এ দণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।