কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা ক্লাব মোড়ে প্রবাসী রুবেল হোসেনের বাড়িতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতির সংবাদ পাওয়া গেছে।
সিঙ্গাপুর প্রবাসী রুবেল হোসেনের মা রুবীয়া (৬৫) সাংবাদিকদের জানান, শনিবার সন্ধ্যা ৮ টার দিকে তার বাড়িতে ১ জন মুখোশধারী ব্যক্তি পিস্তল ঠেকিয়ে ১ লাখ টাকার তার কাছে দাবি করে। নগদ টাকা বাড়িতে নাই বলে সাফ রুবেলের মা রুবিয়া জানালে বুকে পিস্তল ঠেকিয়ে গলার লকেটসহ চেন ও কানের দুল নিয়ে ঘরের ভিতরে আটকে রেখে ডাকাত পালিয়ে যায়।
যাবার সময় কোন চেচামেচি ও শব্দ করতে নিষেধ করে ডাকাত।
সিঙ্গাপুর প্রবাসী রুবেলের বাবা খোরশেদ আলম ও মা রুবিয়া মোড়াগাছার বাড়িতে বসবাস করেন। রুবেলের বাবা খোরশেদ আলম জানান, প্রতিদিনের ন্যায় পাশ্ববর্তি মোড়াগাছা বাজারে যায় চা পান করতে। হঠাৎ করে মোবাইলে স্ত্রী রুবিয়া জানায় তাড়াতাড়ি বাড়িতে আসতে। বাড়িতে এসে জানতে পারি রুবেলের মায়ের গলার লকেটসহ হার ও কানের দুল ডাকাতি করে নিয়ে গেছে। স্থানীয় সাংবাদিক খোকসা থানা পুলিশকে খবর দিলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) চাকলাদার আসাদুর রহমান ঘটনাস্থলে আসেন।
তদন্তকারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতি হতে হলে অন্তত ৫/৬ জন লোক হতে হয়। এ ব্যাপারে ওসি স্যারের সাথে কথা বলে আপনাদের জানানো হবে।
এদিকে খোকসা মোড়াগাছা সন্ধ্যা রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতির কারণে স্থানীয় এলাকাবাসী চরম ক্ষোভে ফেটে পড়েন।
তবে খোকসা থানান ওসি মোঃ বজলুর রহমান এটাকে ডাকাতি বলতে চান না। তিনি বলেন আমি জানতে পেরেছি বাড়ির মধ্যে একজন ঢুকে পিছন দিক থেকে তার গলার চেন দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে থানার তদন্ত কর্মকর্তা চাকলাদার আসাদুর রহমান ঘটনাস্থলে রয়েছে বিষয়টি তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত খোকসা থানায় কোন মামলা বা জিডি করা হয়নি। তবে ঘটনার তদন্ত চলছিল।