কুষ্টিয়ার খোকসা উপজেলায় শনিবার সকালে ছিনতাইকারী আলীম পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩ টার সময় পালিয়ে গেছে। খোকসা থানা অফিসার্স ইনচার্জ মোঃ বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যপারে খোকসা থানার এস আই সোলাইমান বলেন, ছিনতাইকারীকে আটক করা হয়েছে। অসুস্থ্য হয়ে পড়ায় বিকালেই চিকিৎসার জন্য খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ বজলুর রহমান জানান, রাত তিনটার দিকে ছিনতাইকারী আসামি মোঃ আলীম পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য তৎপরতা চলছে।
উল্লেখ্য কিছুদিন ধরে মোঃ আলীম তার পাতানো মায়ের বাড়িতে আসা যাওয়া করতে থাকে। শনিবার সকালে অমিয় রাণী সকালে বাড়িতে খাবার থালা বাসন গড়াই নদী থেকে ধুয়ে বাড়ি ফেরার সময় আলীমের সাথে দেখা হলে আলীম তার সাথে কথা বলার এক পর্যায়ে মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে অমিয় রাণীর গলায় থাকা অর্ধভরি স্বর্ণের চিইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অমিয় রাণীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আলীমকে ধরে পুলিশে সোপর্দ করে এবং স্বর্ণের চেইনটি উদ্ধার করে। পুলিশ আহত আলীমকে উদ্ধার করে খোকসা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।