কুষ্টিয়ার খোকসা উপজেলার থানার ১’শ গজের মধ্যে তিনটি দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতের যে কোন সময়ে এই চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
খোকসা বাজার কমিটি’র সভাপতি সভাপতি আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাতে কোন এক সময় খোকসা বাজারের থানা মোড়ের পাশে খোকসা টাইলস ঘর, মজিদ ষ্টোর ও লাভলী লাইট হাউজের টিনশেড ঘরের ছাউনির টিন খুলে এই চুরির ঘটনা ঘটেছে।
চুরি হওয়া দোকান মালিকদের সাথে কথা বলে জানা গেছে, মজিদ ষ্টোরে বিকাশের ব্যবসার ৪০ হাজার টাকা, খোকসা টাইলস ঘরের ক্যাশ বাক্সে থাকা ১১ হাজার টাকা ও লাভলী লাইট হাউজের ক্যাশ বাক্সে থাকা ১১ হাজার টাকা নিয়ে গেছে।
এই ঘটনার পর আজ সকালে খোকসা বাজার কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও স্থানীয় ব্যাবসায়ীদের নিয়ে খোকসা থানায় এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে থানার মাত্র ১ ‘শ গজের মধ্যে থাকা দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীরা অসন্তোষ প্রকাশ করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, খোকসা বনিক সমিতির নিজস্ব নিরাপত্তা কর্মী না থাকা ও চুরি হওয়া দোকান ঘরের সামনে পিছনে নিরাপত্তাকর্মী ও রাস্তার বাতি না থাকায় এই চুরির ঘটনা ঘটে থাকতে পারে। এসময় তিনি জানান, এখন থেকে নিয়মিত টহল বাড়ান হবে।
বাজার কমিটির সিদ্ধান্তে আগামী সোমবার সকল ব্যাবসায়ীদের নিয়ে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ব্যবসায়ী নেতারা।