কুষ্টিয়া জেলার খোকসায় নতুন করে দারাগ আলী (৩৫) নামে এক গার্মেন্টস কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ জন। আক্রান্ত বাকি ১২ জনের মধ্যে এক জন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি রয়েছে এবং অন্যরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
আজ শনিবার (১৩ জুন) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে।
করোনা আক্রান্ত ঐ গার্মেন্টস কর্মী খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামের দেলোয়ার আলীর ছেলে ।
জানা গেছে, ৫-৬ দিন আগে ঢাকা থেকে তিনি বাড়ীতে আসেন, তার মধ্যে জ্বর, কাশিসহ করোনা উপসর্গ দেখা দেওয়ায় ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে গতকাল শুক্রবার তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া প্রেরণ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার কামরুজ্জামান সোহেল জানান, গতকাল খোকসা থেকে মোট ১১ টা নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে আজ শনিবার এক জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এ ব্যাপারে খোকসা থানা কে অবহিত করা হয়েছে করোনা আক্রান্ত ঐ গার্মেন্টস কর্মীর বাড়ি লকডাউন করার জন্য।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জহুরুল আলম জানান, ওসমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায় তার বাড়ি লকডাউন করার প্রস্তুতি চলছে।
এদিকে কুষ্টিয়া জেলায় নতুন করে আরও ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো বহিরাগত বাদে ২২২ জনে। মারা গেছেন ১ জন। আজ শনিবার বিকেলে কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।