কুষ্টিয়ার খোকসায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী নসিমনের শ্রী ভবেষ (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছে। আজ রবিবার (০১ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার জিলাপিতলা এলাকায় দূর্ঘটনা ঘটে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার জিলাপিতলা এলাকায় একটি কাঠ বোঝায় ট্রাক যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নসিমনের এক যাত্রী নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।