“স্বয়ংসম্পুর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান শনিবার সকাল সাড়ে ১০টার সময় কুষ্টিয়ার খোকসা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ নূর-এ-আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বিষ্ণপদ সাহা ও শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ।
উক্ত সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন খোকসা থানা এস.আই সোলাইমান হোসেন, সফল মৎস্য চাষী আরিফুল আলম তষর ও সাংবাদিক সাইদুল ইসলাম প্রবীণ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা মৎস্য চাষী ও ব্যবসায়ীদের সফলভাবে মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপন করায় ধন্যবাদ প্রকাশ করেন। সাথে সাথে মৎস্য চাষী ও ব্যবসায়ীদের সতর্ক করে বলেন কোন অবস্থাতেই মা মাছ মারা বা নিধন করা যাবে না। মৎস্য আইনের মধ্যে থেকে মাছ চাষ করে আপনারা যে সফলতা জাতিকে উপহার দিয়েছেন তাতে জাতি মৎস্য উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থানে অধিকার করেছে।
বিশেষ অতিথির বক্তৃতায় কৃষি কর্মকর্তা বলেন, কৃষি কাজে মাত্রা অতিরিক্ত বিশ প্রয়োগে মাছের বংশ বিস্তার ও আবাসন দূষিত হওয়ায় মাছ চাষে বিঘœ হওয়ায় মাছ চাষীরা ক্ষতিগ্রস্থ হয়। এই অবস্থার পরিত্রানের জন্য কৃষি কাজে বালাই নাশক ব্যবহার না করে কৃষি উৎপাদন করার পরামর্শ জানানো যাচ্ছে।
উক্ত সপ্তাহ ব্যাপী সমাপনি অনুষ্ঠানে মৎস্য চাষে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন বিদ্যায়ের শিক্ষার্থী, মৎস্য চাষী ও মৎস্য বিক্রেতাদের পুরস্কারে ভূষিত করা হয়। খোকসা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সপ্তাহ ব্যাপী সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মৎস্য চাষী, মৎস্য বিক্রেতা, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।