কুষ্টিয়ার খোকসা উপজেলায় পৌর মাছ বাজারে ঝাটকা মাছ সংরক্ষণ অভিযান আদালত পরিচালিত হয় বুধবার সকালে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া জেরিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান ও সঙ্গিয় ফোর্স বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
বাজারে ঝাটকা মাছ বিক্রি না করার মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়। ইলিশের পোনা ঝাটকা সংরক্ষণের জন্য ক্রয়- বিক্রয়, বহন সম্পূর্ণ নিষিদ্ধ করে ব্যাবসায়িদের সতর্ক করে দিয়ে আসা হয়। মৎস বাজার কমিটির পক্ষ থেকে জাটকা বিক্রি না করার প্রতিশ্রুতি দিলে রাম ওমান আদালত ফিরে আসে।
পরে স্থারিয় মৎস ব্যাবসায়ী ও গণমাধ্যম কর্মীদের মৎস অফিসার জানান, আগামী জুন মাস পর্যন্ত ঝাটকা মাছ সংরক্ষণে ভ্রাম্যমান আদালত নিয়মিত পরিচালিত হবে।