কুষ্টিয়ার খোকসা পুরাতন ভুমি অফিসের কাছে খেলনা পিস্তল ঠেকিয়ে সোনার হার চিনতাই করে পালানোর সময় মোঃ আলীম(২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
এলাকাবাসী ও খোকসা থানা পুলিশ জানায়, উপজেলার মোড়াগাছা হাসিমপুর এলাকার মৃত মমিন মন্ডলের পুত্র মোঃ আলীম (২৫) খোকসা পুরাতন ভুমি অফিস এলাকার শিবু কুমার কর্মকারের স্ত্রী অমিয় রানী কর্মকারকে মা ডেকে তারা মা ছেলে সম্পর্ক স্থাপন করে। গত কয়েকদিন ধরে মোঃ আলীম তার পাতানো মায়ের বাড়িতে আসা যাওয়া করতে থাকে।
শনিবার সকালে আমীয় রানী বাড়ির সকালের খাবার থালা বাসন গড়াই নদী থেকে ধুয়ে বাড়ি ফেরার সময় আলীমের সাথে দেখা হলে আলীম তার সাথে কথা বলার এক পর্যায়ে মাথায় খেলানা পিস্তল ঠেকিয়ে আমীয় রানীর গলায় থাকা অর্ধভড়ি স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় আমীয় রানীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আলীমকে ধরে পুলিশে সোপর্দ করে এবং স্বর্ণের চেন উদ্ধার করে। এ ব্যপারে খোকসা থানার এস আই সোলাইমান বলেন, ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয় চলছে।