কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীর খেয়াঘাটে ভাসমান অর্ধগলিত লাশ পুরুষ (৪৫) উদ্ধার করেছে থানা পুলিশ।
খোকসা থানার এসআই সোলায়মান হোসেন জানান, স্থানীয় লোকের মাধ্যমে সংবাদ পেয়ে আজ মঙ্গলবার সকাল ৯ টার সময় গড়াই নদীর খোকসা খেয়াঘাটে এই লাশ উদ্ধার করেছে।
পুলিশ ধারণা করছে ২-৩ দিন আগে কে বা কারা হত্যা করে গড়াই নদীর উজানের নদীতে ফেলে গেছে।
নদীতে ভেসমান অধ্য গলিত লাশের শরীরে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে প্যান্ট ও চেক ফুলহাতা শার্ট পরা ছিল।
এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।