খানাখন্দ আর এবরো থেবড়ো রাস্তায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার মোড়াগাছায় আবারো এক নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৬ জন যাত্রী আহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে যাত্রীবাহী বাস (রাজবাড়ী-জ-১১-০০৬৫) কুষ্টিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে খোকসা উপজেলার মোড়াগাছা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের সুপারভাইজার, হেলপারসহ বাসের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে ৬ জন আহত হয়।
স্থানীয় এলাকাবাসী, হাইওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কু্ষ্টিয়া রাজবাড়ী সড়কের ২২ কিলোমিটার রাস্তা খানাখন্দ ও ভাঙ্গাচুরা হওয়ায় প্রায় এরকম দুর্ঘটনা প্রায়ই হচ্ছে।
আহতদের মধ্যে সুপারভাইজার পাংশার বানীবহ গ্রামের আমিরুল ব্যাপারীর ছেলে কালু (৫৫), হেলপার একই গ্রামের মনজুর ছেলে শাহ আলম (২৩), যাত্রী মাছপাড়া গ্রামের ওয়াজেদ আলী মন্ডলের স্ত্রী জবেদা (৪৫) গুরুতর আহত হয়। বাকী ৩ জনের প্রাথমিক চিকিৎসার পর রিলিজ দেওয়া হয়।
কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই ইদ্রিস আলী জানান, আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার আহত বাসের সুপারভাইজার কালুর ডান হাত ভেঙ্গে যাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেন। এদিকে ঘটনাস্থানে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ বাসটি ঘিরে রেখেছে। তবে সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য গত দুই সপ্তাহ আগে ঐ একই স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সাথে আটকে প্রায় অর্ধশতাধিক যাত্রীর প্রাণ রক্ষা পায়।