কুষ্টিয়ার খোকসা বাসস্টান্ডে এলোমেলোভাবে ঘোরাফেরা করায় সন্দেহ বসত ৩৪ ধারায় পাঁচ আসামি গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার গভীর রাতে উপজেলা বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। খোকসা থানা (তদন্ত) কর্মকর্তা এসএম কাফরুজ্জামান সাংবাদিকদের এ তর্থ্য জানান।
আটককৃতরা হলেন ,রাজন (২৭) পিতা মৃত্য সাত্তার মৃধা গ্রাম :শ্রীপুর, রাজবাড়ী, জামাল হোসেন (৩০) পিতা হাসমত আলী, মোঃ কুদ্দুস বিশ্বাস (৩০ )পিতা মৃত্য আকুল বিশ্বাস বানীবহ, রাজবাড়ী, আব্দুস সালাম (৩০) পিতা আব্দুল মালেক সাং লক্ষীকোল, রাজবাড়ী ও মোঃ আতিয়ার ব্যাপারী (৩৫) পিতা আতর আলী ব্যাপারী সাং বানীবহ রাজবাড়ী।
জানা যায়, গভীর রাতে খোকসা বাস স্টান্ডে সন্দেহাতীত ঘোরাফেরা করায় এসআই শাহ আলী এদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে খোকসা থানায় পুলিশ আইন ৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ৩৮ তারিখ ২৪/১২/২০১৮ ইং। সোমবার দুপরে তাদেরকে কুষ্টিয়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।