সৌদি প্রবাসী আব্দুর রহিম প্রামানিক এর একমাত্র ছেলে আব্রান (১০) দাদার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মৃত্যুর খবর জানাগেছে।
কু্ষ্টিয়া খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের পাশেই মৌলানা বেলায়েত হোসেনের সৌদি প্রাসি ছেলে গত ঈদ-উল-ফিতর এর ছুটিতে গ্রামের বাড়িতে স্ব-পরিবারে বেড়াতে আসে।
রবিবার বিকাল ৫টার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে একমাত্র ছেলে আব্রান মারা যায়। পরে পরিবারের সদস্যগণ তাৎক্ষণিক খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শিশু আব্রান (১০) এর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে খোকসা থানায় একটি অপোমৃত্যু দায়ের করা হয়েছে। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।