কুষ্টিয়ার খোকসা উপজেলা যুবলীগের একাংশের আহ্বায়ক আবু ওবায়দা সাফি সহ তার দুই সহযোগী কে চাঁদাবাজির অভিযোগে একটি মামলায় খোকসা থানা পুলিশ সোমবার বিকালে গ্রেফতার করেছে।
খোকসা থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার কালীবাড়ির পাশে মাষ্টার পাড়ার একজন ব্যক্তির কাছে চাঁদার টাকা কে কেন্দ্র করে বাদীর লিখিত অভিযোগে খোকসা থানা এস আই সোলাইমান তার সঙ্গিয় ফোস্ এ অভিযানে গ্রেফতার করা হয় আবু ওবায়দা সাফি, কোমল ও আনিস কে।
রাতেই এ ব্যাপারে খোকসা থানা পুলিশ তাদের কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।মঙ্গলবার সকালে এ ব্যাপারে খোকসা থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং -৫।
খোকসা থানার এসআই সোলাইমান হোসেন জানান, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের অভিযোগের সত্যতায় পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে এবং সামীদেরকে কুষ্টিয়া জেলহাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে আসামি আবু ওবায়দা সাফি কে কোট হাজতে প্রেরনের সময় স্থানীয় সাংবাদিকদের জানায়, আমি নির্দোষ আমাকে সড়যন্ত মূলক হয়রানি করে এ মামলা দায়ের করা হয়েছে।