খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের মুকসিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এখন মৃত্যুর ফাঁদে পরিনত হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মডেল টেস্ট ২০১৮ পরীক্ষা খোকসা উপজেলায় এখন চলছে, যা গত ১৬/৯/১৮ তারিখ থেকে শুরু হয়েছে। এর মধ্যে বেতবাড়িয়া ইউনিয়নের মুকসিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি পরীক্ষা কেন্দ্র হয়েছে।
কিন্তু দুঃখের বিষয় এই যে উক্ত পরীক্ষা কেন্দ্র টি পরীক্ষা দেওয়ার উপযোগী স্থান নয় কারন বিদ্যালয়টি অনেক পুরাতন এবং বিদ্যালয়ের ছাদ,দেওয়াল সহ অনেক স্থানে ফাটল ধরেছে।তারপর গত ১৬/৯/১৮ ইং তারিখে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মডেল টেস্ট পরীক্ষা শুরু হবার পর ছাত্র-ছাত্রীরা যখন উক্ত বিদ্যালয়ের পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া শুরু করেছে তখন থেকে ছাত্র-ছাত্রীদের মাথার উপরে ছাদের ফাটল ভেঙ্গে পরে এতে অনেকেই আহত হয়েছে।
তাই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের ঝুকিপূর্ন অবস্থা দেখে গতকাল থেকে বিদ্যালয়ের মাঠে সামিয়ানা টানিয়ে পরীক্ষা কেন্দ্র তৈরী করেছে এবং উক্ত তৈরীকৃত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলছে।সামিয়ানার নীচে প্রচন্ড গরমের মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করার কারনে অনেক পরীক্ষার্থী ক্লান্ত ও অসুস্থ হয়ে পরছে। তাই যথাযথ কর্তৃপক্ষ সু দৃষ্টি দিয়ে দ্রুত উক্ত বিদ্যালয়ের মেরামত ব্যাবস্থা করবেন বলে আশা করছেন এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক ও পরীক্ষার্থীরা।