কুষ্টিয়ার খোকসার গাঁজা সম্রাট দুলাল ওরফে গাঁজা দুলাল (৪২)কে আবারো ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। উপজেলা জানিপুর ইউনিয়নে একতারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে একতারপুর গ্রামের মাদার সেখের ছেলে।
খোকসা থানা পুলিশ সূত্রে জানা গেছে , একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী গাঁজা দুলাল’কে সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ বাড়ির পাশ থেকে গ্রেফতার করা হয়। এ অভিযানে অংশ নেন খোকসা থানার এসআই এসআই দেলোয়ার হোসেন, এএসআই নিহার রঞ্জণ, এএসআই ওয়াহেদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।
এ ব্যাপারে খোকসা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৬, তারিখ ১৮/০৬/২০১৮। পরে আসামী দুলাল’কে মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের (সংশো/৪) এর ১৯/১ টেবিল ৭ (ক) ধারা মোতাবেক কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করা হয়।