২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব খাতের অধীনে কু্ষ্টিয়া খোকসা উপজেলা মৎস দপ্তরের সহোযগিতায় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগেরর সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ সদর উদ্দিন খান।
খোকসা উপজেলা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূর-এ- আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান বদি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, সমবার কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের লিফট ও স্থানিয় গণমাধ্যম কর্মীগণ।
এবারই প্রথম কুমারখালী সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার থেকে ৪শত কেজি রুই, কাতলা, মৃগেল মাছের পোনা খোকসা উপজেলার ১৫ টি জলাধার স্থানে অবমুক্ত করা হল। উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান উক্ত মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন।