কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের গ্রামের আকাশ মণ্ডল ও কামাল উদ্দিনের ২ টা বাড়ি পুড়ে গেছে বিদ্যুতের শর্ট সার্কিট।
ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানম বাবলু স্থানিয় সাংবাদিকদের জানান, মোঙ্গলবার রাতে বিদ্যুতের শর্ট সার্কিটে দিনমুজুর আকাশ মন্ডল ও কামাল মন্ডলের বসত বাড়ির সবক’টি ঘর পুড়েগেছে। এতে প্রাণ হানি না হলেও প্রায় ২ লক্ষ টাকার মালামাল অন্যান্য সরন্জাম পুড়ে বশীভূত হয়ে যায়।
মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান তাদের বাড়ির সব ক’টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। রাতের অন্ধকার হওয়ায় দুর থেকে ছুটে এসে স্থানীয় জনগণ তাদের বাড়িতে ছুটে এসে উদ্ধার করে আগুন নির্বাপন করে। খোলা আকাশের নিচে আকাশ মন্ডল ও কামাল উদ্দিনের পরিবার এক কাপুড়ে আছে। ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানিয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করেন।