কুষ্টিয়া খোকসা উপজেলা ওসমান পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গ্রামের মোঃ মজির উদ্দিন শেখ বদির একমাত্র ছেলে মাদ্রাসা ছাত্র আলিমুদ্দিন (১৮) বিষপানে আত্মহত্যা করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গনেষপুর দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী কৃষক মোঃ নজির উদ্দিন শেখ ওরফে বদির এর একমাত্র ছেলে আলামিন একই মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী পাশের গ্রামের কুমারখালী থানার মুলগ্রাম এক মেয়ে সাথে দির্ঘদিন প্রেম ভালবাসা করে আসছিল।
আলামিন প্রতিদিনের মত মাদ্রাসা থেকে বাড়ি ফিরে বাবা-মা য়ের কাছে রিনির সাথে বিয়ের প্রস্তাব দেয়। এতে আলামিনের বাবা-মা রাজি না হওয়ায় সোমবার গভির রাত প্রায় সাড়ে ৩ টায় বিষ পান করে। এতে তাৎক্ষণিক আলামিন মারা যায়।
পরিবারের লোকেরা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এদিকে ওসমান পুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু জানান, অপরিণত বয়সে অসম প্রেমের ঘটনায় এই ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, মুলগ্রাম যে মেয়েটির সাথে তার প্রেম ঘটনা ছিল সে মেয়েটির পরিবারে সিদ্ধান্তে কোটের মাধ্যমে বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। মেয়েটি নবম শ্রেণীর ছাত্রী এবং বাল্যবিয়ে কোটের মাধ্যমে বিয়ে হচ্ছে বলে নিশ্চিত করেন ওসমান পুর ইউনিয়নের চেয়ারম্যান।
অপর দিকে খোকসা থানা ডিউটি অফিসার ওয়াহিদুজ্জামান জানান, মাদ্রাসা ছাত্র আলামিন (১৮) বিষপানে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তে কু্ষ্টিয়া সদর হাসপাতালে পাঠান হচ্ছে। এ ব্যাপারে খোকসা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।