কুষ্টিয়ার খোকসা উপজেলায় সেজান নামে এক মাদক বিক্রেতার গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের মাসিলিয়া গ্রামের সাহাদত মন্ডলের ছেলে মো: শেজান (২০) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।
খোকসা ভবানীগঞ্জ থানা পুলিশের এসআই কামাল হোসেন জানান ধোকড়াকুল বাজারের আমজাদ হোসেন এর দোকানের সামনে মাদক বিক্রেতা মোহাম্মদ শেজান মাদক বিকিকিনি করতে দাঁড়িয়ে ছিল। তার গতিবিধি সন্ধ্যা পিক হওয়াই পুলিশের একটি টহল দেয়ার তাকে চার্জ করলে তার শরীর থেকে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এ ব্যাপারে খোকসা থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৯ তারিখ ২৩/০৪/২০১৯ ইং।
খোকসা থানার সেকেন্ড অফিসার এসআই প্রশান্ত কুমার সাহা সাংবাদিকদের জানান মাদক নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। গাঁজাসহ সে জন কে গ্রেপ্তার করে তাকে কুষ্টিয়া কোর্টহাজতে পাঠানো হয়েছে।