“সবার আগে সবার পাশে ,অসাবধানতাই অগ্নিকান্ডের মূল কারণ” এই স্লোগানকে সামনে রেখে কুৃষ্টিয়ার খোকসাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সচেতনামুলক মহরা প্রদর্শণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে রেলওয়ে বস্তিতে সচেতনতা মূলক মোহড়া প্রদর্শন করা হয়।
খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার গোলাম ছরোয়ারের নের্তৃত্বে অনুষ্ঠিত মহরা প্রদর্শন অনুষ্ঠানে বস্তবাসী,সাংবাদিকসহ স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
প্রদর্শন অনুষ্ঠানে ফায়ার সার্ভস ও সিভিল ডিফেন্সর বিভিন্ন যন্ত্রপাতি এবং কিভাবে আগুন নেভাতে হবে তা শেখানো হয়। তাছাড়া ষ্টেশন অফিসার বলেন, আমরা শুধু আগুন নেভানোই না যেকোন বিপদ আপদে আমরা সর্বদা আপনাদের পাশে আছি। বাস দূর্ঘটনা,পানিতে ডোবা,ঘরচাপা বা ঘরে আটকে পরা,বড় গাছ চাপা,গরু,ছাগল,কুকুর,বিড়াল এমনকি গাছের পাখি পর্যন্ত আমরা উদ্ধার করে থাকি। বস্তিবাসী এই সচেতনতা মূলক প্রদর্শনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ধন্যবাদ জ্ঞাপন করেণ।