কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর’র কবিতীর্থ কুঠিবাড়ী, সাংবাদিকতার জনক খ্যাত কাঙাল হরিণাথ মজুমদারের স্মৃতি জাদুঘর এবং কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আব্দুল কাদির।
কুষ্টিয়া সিভিল সার্জন রওশন আরা বেগম এবং কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন সাংস্কৃতিক কন্যা কুমারখালীর স্থানীয় পর্যটন স্থান গুলো শনিবার সকালে ঘুরে দেখান। রবী ঠাকুরের কুঠিবাড়ীতে দায়িত্বরত কর্মকর্তা মোঃ মকলেছুর রহমান, পৌরসভাস্থ সাংবাদিক কাঙাল হরিণাথ মজুমদার মিউজিয়ামের ম্যানেজার সৈয়দ এহসানুল হক এবং স্বাস্থ্য কর্মকর্তা স্ব স্ব দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসাবে উপজেলা কমপ্লেক্সের ওয়ার্ডগুলি পরিদর্শন করান। পরিচালক মহোদয় পরিদর্শনকালে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।