বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির দাবী জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি।
বৃহ:বার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসক ম.জহির রায়হানের কাছে এ স্বারকলিপি প্রদান করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ শামীম আরজু,দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড.শামীম উল হাসান অপু, খন্দকার শাসসুজ্জাহিদ, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতকর্মীরা। স্বারকলিপিতে উল্লেখ করা হয় জাল নথি’র ওপর ভিত্তি করে বানোয়াট মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়াকে তাঁর পছন্দানুযায়ী বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক এবং তাঁর সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ঈদুল ফিতরের আগেই তাঁকে নি:শর্ত মুক্তি দেয়া হোক।