Sunday, April 2, 2023
প্রচ্ছদকুষ্টিয়াকুষ্টিয়া সদরক্ষুধার্ত ছিন্নমূল শিশুর ইফতার নেওয়ার দৃশ্যটি কুষ্টিয়ায় এখন আলোচনায়

ক্ষুধার্ত ছিন্নমূল শিশুর ইফতার নেওয়ার দৃশ্যটি কুষ্টিয়ায় এখন আলোচনায়

Published on

কুষ্টিয়া শহরের ছিন্নমূলের শিশুর দৌড়ে এসে ইফতার নেওয়ার দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বুধবার (২৯ এপ্রিল) শহরের এনএসরোড এলাকায় প্রতিদিনের মতো অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ।

এ সময় দেখা যায় ছিন্নমূল ছোট একটি শিশু দৌড়ে তার দিকে এগিয়ে আসে। পেছন থেকে দৃশ্যটি ক্যামেরাবন্দি হলেও সামনে আসা ওই শিশুটিকে পেয়ে আগলে নিলেন কাছে। আদর করে বুকে জড়িয়ে ধরলেন। হাতে তুলে দিলেন ইফতারের প্যাকেট।

ছোট এই শিশুটির দৌড়ে আসার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যকে ব্যাপক সাড়া ফেলেছে। 

রোজার শুরু থেকেই এমন সহায়তা কার্যক্রম শুরু করলেও বুধবার তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন অনন্য।

সম্প্রতি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কুষ্টিয়া ছাত্রলীগ সম্পাদক সাদ আহমেদ হয়ে উঠেছেন সবার কাছে প্রিয় মানুষ হিসেবে।

কয়দিন ধরেই ছাত্রলীগ নেতা ছাদ আহমেদের এমন কর্মকাণ্ড দলীয় তো বটেই ভিন্ন দল তথা ভিন্নমতাবলম্বীদের কাছেও ইতিবাচক মনে হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির এমন দৃশ্য এবং সাদ আহমেদের কর্মকাণ্ড এখন টপ অপ কুষ্টিয়া।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের একাধিকবার সভাপতির দায়িত্বে থাকা জনপ্রিয় নেতা বর্তমান জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা মাযহারুল আলম সুমন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখেছেন সাদ আহমেদের এমন মানবিকতার দৃশ্য।

তিনি উল্লেখ করেন ‌‘আমি শুরু করেছিলাম আর তুমি শেষ করবে।’

শুভ আহমেদ নামে একজন লিখেন- ‘সাদ আহমেদের মত ছাত্রলীগ নেতার কর্মকাণ্ডে অভিভূত হয়। তার ধারাবাহিক কর্মকাণ্ড আমাদের বিবেককে জাগ্রত করেছে।’

সজিব হাসান নামে একজন সাদ আহমেদকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘মানবতার এক উজ্জল নক্ষত্র সাদ আহমেদ।’

রাজিব সরকার অভি লিখেছেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে এভাবেই এগিয়ে যান তেজদীপ্ত চরণে।’

সানজিদ হাসান অন্তনু লিখেছেন, ‘ভাই (সাদ আহমেদ) আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে।’

সাদ আহমেদ বলেন, ‘আমি ছাত্ররাজনীতি করতে এসেছি নিজেকে জাহির করতে নয়। বড় হয়েছি বাবা-মায়ের আদর্শ নিয়ে। তবে রাজনীতিতে আমার আদর্শ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। তারা আমাকে মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জুগিয়েছেন। শিখিয়েছেন বিতর্কিত কর্মকাণ্ড নয় ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রলীগকে প্রশংসিত হতে হবে। এমন চিন্তা চেতনা থেকে আমার এগিয়ে চলা।’

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...