বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে নির্বাচক কাজী হাবিবুল বাশার সুমনের বাবা কাজি মোতালেব উদ্দিন রিপন ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহে…… রাজিউন)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বার্ধক্যজনিত কারনে তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ছেলে ও দুই মেয়েসহ আত্মিয়¯^জন ও গুনগ্রাহী রেখে যান।
বুধবার বাদ জোহর কুষ্টিয়া পৌর গোরস্তানে মরহুমের নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হবে বলে তার পরিবারসুত্রে জানা গেছে।
এদিকে হাবিবুল বাশার সুমনের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।