কুষ্টিয়ার মিরপুর পৌরসভার পুরাতন বাসষ্ট্যাণ্ড (ঈগল চত্বর) বাজারে প্রায় ৬ মাস আগে হঠাৎই উদয় হয় ছবির অজ্ঞাত পরিচয়ের এই বৃদ্ধার।
আগমন থেকে অদ্যবধি পর্যন্ত বাজারের বিভিন্ন দোকানের সামনেই তাঁর ঘর বসতি।
সময় যতই গড়াচ্ছে আনুমানিক ষাটোর্ধ্ব বয়সের এই নারীকে নিয়ে কৌতুহলের ডালপালাও বিস্তার হচ্ছে।
উ আ করে অনেকটা বোবাদের ষ্টাইলে আকার ঈঙ্গিতে কথা বলায় তার ভাষাও কেউ বুঝতে পারেনা।
রহস্যময়ী এই বৃদ্ধা রোহিঙ্গা না দেশী? সে প্রশ্নও উঠতে শুরু করেছে।