বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার রাগিব বউফ চৌধুরীর কুষ্টিয়া শহরের বাসা থেকে ৩০ নেতাকর্মীসহ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিঠুন, সাধারণ সম্পাদক এস আর শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি ও সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেলসহ অন্তত ৩০ নেতাকর্মী।
আটকের এই ঘটনা সম্পর্কে ব্যারিস্টার রাগিব বউফ চৌধুরী জানায়, ‘জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা রাত ৯টার দিকে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। এ সময় পুলিশ সদস্যরা আমার বাসা ঘিরে ফেলে এবং আমাকে ঘরের মধ্যে চলে যেতে বলেন। আমি ঘরের মধ্যে না গেলে পুলিশ আমাকে ঘিরে রেখে ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিঠুন ও সাধারণ সম্পাদক এস আর শিপনসহ প্রায় ৩০ নেতাকর্মী গাড়িতে তুলে নিয়ে যায়।’
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(অপারেশন) ওবায়দুর রহমান জানান কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি’র প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তিনি জানান পুলিশের কাছে গোপন সংবাদ ছিল ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর বাড়িতে বিএনপি’র একদল নেতাকর্মী বিস্ফোরকদ্রব্যসহ নাশকতার প্রস্তুতি নিচ্ছে। ওই সংবাদের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়।
অবশ্য এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপি’র পক্ষ থেকে জেলা বিএনপি সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জানানো হয় সন্ধ্যায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দসহ ৩৫-৪০জন নেতাকর্মী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ’র অন্যতম সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর সাথে তাঁর থানা মোড়স্থ বাড়িতে সৌজন্য সাক্ষাত করতে যান। এসময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।