কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ডেইরির আলট্রা মিল্ক ব্রান্ডে উৎপাদিত পাস্তরিত তরল দুধে জনস্বাস্হ্যের জন্য ক্ষতিকর মাত্রায় কলিফর্ম ব্যাক্টেরিয়া পাওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার জেলা প্রশাসকের নির্দেশনায় এই সীলগালা করা হয়।
এসময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাসান হাবিব, কুমারকালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুসাব্বিরুলসহ আইনশ্রঙ্খলা রক্ষাকারী বাহীনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাসান হাবিব জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে উৎপাদিত পাস্তুরিত তরল দুধে জনস্বাস্হ্যের জন্য ক্ষতিকর মাত্রায় কলিফর্ম ব্যাক্টেরিয়ার পাওয়া যাচ্ছিলো। এমন অভিযোগের ভিত্তিতে বিএসটিআইসহ চারটি মাননিয়ন্ত্রনণকারী সংস্থা দ্বারা পরীক্ষা নিরীক্ষা শেষে ক্ষতিকর মাত্রায় কলিফর্ম ব্যাক্টেরিয়া নিশ্চিত হওয়া যায়। এর ফলে মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিপনন বন্ধের লক্ষ্যে প্রতিষ্ঠানটি সীলগালা করে দেয়া হয়।