দুই বউ ও এক সন্তান এর জনক এর কান্ড
কু্ষ্টিয়া জেলা ইবি থানাধীন সোনাইডাঙ্গা গ্রামের একজন ব্যক্তির মেয়ে মাধপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ( বাশ পাতা ছদ্দ নাম-১২) কে প্রেমের ফাদে ফেলে অপহরন করে গজনবীপুর গ্রামের মৃত সাজ্জাদ হোসেন এর ছেলে তারেক হোসেন (২২)।
এমন অভিযোগে মেয়েটির বাবা ইবি থানায় গত ৩০শে জুলাই তারেক হোসেন কে আসামী করে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। যার নং ১২ বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে মেয়ের বাবা সাংবাদিকদের বলেন, তার মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী, বয়স ১২ বছর, প্রায় দিন স্কুলে যাওয়ার পথে বিরক্ত করে, আসামী স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখালে, মেয়েটি শিশু হওয়ায় বুঝতে পারে না।
গত ২২শে জুলাই মেয়েটি বিত্তিপাড়া বাজারস্থ ক্যামব্রিজ কোচিং সেন্টারে গেলে বাড়িতে ফিরে না যাওয়ায় থানায় অভিযোগ দায়ের করে।
বিষয়টি নিয়ে থানার ওসি মো. রতন শেখ জানান, অভিযোগ পাওয়া মাত্র দুরুত্ব ব্যবস্থা গ্রহন করে, উক্ত ঘটনার আসামীর বাড়িতে খোজ নিয়ে জানতে পারেন বেশ কিছুদিন হইছে ছেলেটি বাড়িতে নেই, পুলিশ তাদের অভিযানে ছেলে ও মেয়ে দু জনকে উদ্ধার করে।
ওসি রতন শেখ আরো জানায়, লম্পট তারেকের বাড়িতে দুই বউ ও এক সন্তান রয়েছে। এদিকে সে আবার ৫ম শ্রেনীর ছাত্রী কে প্রেমের ফাদে ফেলে অপহরণ করে এবং তাকে ভুল বুঝাইয়া কোর্টের মাধ্যমে (কোর্ট বিয়ে, এখন অবৈধ)বিয়ে করে কাছে ৩/৪ দিন রাখেন।
সংবাদ আমলে নিয়ে ওসি তার একজন প্রিয় মানুষের সহযোগিতায়, ২৪ ঘন্টার মধ্যে শিশু মেয়েটি কে, লম্পট তারেকের কাছ থেকে উদ্ধার করে আইনগত ব্যবস্হা নিয়েছেন বলে জানা গেছে।