কু্ষ্টিয়া সদর উপজেলা জিয়ারখী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের কমিটি গঠনের লক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. সামস তানিম মুক্তি। সভাপতিত্ব করেন মহিলা আওয়ামীলীগের নেত্রী নিলুফা ইয়াসমিন চায়না।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া রনি। শহর মহিলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শারমীন আক্তার ইভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে দেশের ব্যাপক উন্নয়ন মুলক কাজ করেছে। সরকারের এই উন্নয়নের পাশাপাশি কু্ষ্টিয়ায় উন্নয়ন মুলক কাজ হয়েছে। সরকারের উন্নয়ন মুলক কাজের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। কারো কাছে জোর করে ভোট চাওয়া যাবে না, মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে সরকারের উন্নয়ন মুলক কাজের কথা তুলে ধরতে হবে। তারা আপনা আপনি ভোট দিবে, আগে ছিলো আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দিবো। কিন্তু বর্তমানে মানুষ বুঝতে শিখেছে উন্নয়ন যার ভোট তার, সে লক্ষ্য সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জানাতে ই-মেইল করুন- news@kushtia24.news আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।