কু্ষ্টিয়া সদর উপজেলা মনোহরদিয়া ইউনিয়ন পরিষদে, সমাজ সেবা পরিচালিত বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নি:গৃহিতা মহিলাদের ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান কার্যক্রমে ২০১৭-১৮ অর্থ বছরে বর্ধিত (নতুন) ভাতা ভোগকারীদের মাঝে ভাতা বই বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এমপি।
অনুষ্ঠানে কু্ষ্টিয়া জেলা কৃষকলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও মনোহরদিয়া ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম (জহুর)এর সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, যুগ্ন সাধারন সম্পাদক প্রকৌশলী ফারুক-উজ-জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু।
শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক ডা. গোলাম মওলা, ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন নিছা সবুজ, সাধারন সম্পাদক এ্যাড. সামস তানিম মুক্তি, জেলা পরিষদ সদস্য জান্নাতুল মাওয়া রনি, মনোহরদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এছেম মালিথা, সাধারন সম্পাদক আব্দুল হামিদ, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি লাবু, সদর অাহবায়ক জাকির, মনোহরদিয়া ইউনিয়ন সভাপতি সুমন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ আহম্মেদ, সরকারী কলেজ সভাপতি স্বপন হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে সাধারন মানুষের সুবিধা দিচ্ছে। সকলে সুবিধা ভোগ করছে, মাত্র ১০ বছর সময়ে দেশের ব্যাপক উন্নয়ন মুলক কাজ করেছে। আগামী নির্বাচনে আবারো ক্ষমতায় আসলে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারবে। বাংলাদেশ এক সময় ভিক্ষুকের দেশ হিসেবে পরিচিতি ছিলো, দেশ এখন উন্নয়নের কাতারে পৌছে দিয়েছে। যারা বিগত সময়ে কতটা উন্নয়ন করেছে সে বিষয় মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে, কারা দেশের উন্নয়ন করছে। তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
এদিকে অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত পরিবারের সদস্যদের প্রতি শদ্ধাঞ্জলি নিবেদনের জন্য সকলে এক মিনিট নিরবতা পালন করেন।
অনুষ্ঠান শেষে ভাতা বই বিতরনে মোট ২১৩ টি বই বিতরন করেন বলে জানা যায়।