কু্ষ্টিয়ার কুমারখালী এমএন ইকো পার্কে আগত দর্শনার্থীরা খাওয়ার পানির জন্য কষ্ট করছিল দীর্ঘদিন।সুপেয় পানির অভাবে অসহনীয় হয়ে উঠেছিল পার্কের দর্শনার্থীদের জনজীবন। বিষয় টি ইয়থ ডেভলপমেন্ট ফোরামের নজরে আসায় ফোরামের পক্ষ থেকে টিউবওয়েল স্থাপন করে দেওয়া হলো আজ মঙ্গলবার ।
টিউবওয়েল স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ সামছুজ্জামান অরুন, কুমারখালী থানার পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান,এমএন পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক ও সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ও শিক্ষকবৃন্দ, পৌনেল মেয়র মোঃ হারুন অর রশিদ, ফ্যামিলি কেয়ার হাসপাতালের এমডি সুজয় চাকী ও ডাইরেক্টর প্রশান্ত । এলাকাবাসী সহ এমএন পার্কপরিবারের সদস্য বৃন্দ।