শনিবার মিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন,ঝরেপড়া রোধ ও শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মো. শেফাইনূর আরেফিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন মিরপুর উপজেলা শিক্ষা অফিসার মো.সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, ভাইস চেয়ারম্যান মো. বাহাদুর শেখ, মিরপুর থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য মহাম্মদ আলী জোয়ার্দ্দার ও মিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.শাহিনুল ইসলাম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আব্দুল্লাহ , জাসদ কুষ্টিয়া জেলা সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন,জাসদ মিরপুর উপজেলা শাখার সভাপতি মো. শরীফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রাথমিক শিক্ষা বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
মতবিনিময় সভায় মিরপুর উপজেলার প্রাথমিক শিক্ষার বর্তমান চিত্রসহ বিভিন্ন সমস্যার বিষয় আলোচনা করা হয় এবং মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি মহোদয় কতিপয় সমস্যার শীঘ্রই সমাধান করে দিবেন বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন।