কুষ্টিয়া ১৮, মেহেরপুরে ১৭টি সহ সারাদেশে ২ হাজার ৭৩০ টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার গণভবনে নতুন করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নতুন এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম) ৪৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) ৯৯৪টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একাদশ থেকে দ্বাদশ ৬৮টি, কলেজ একাদশ থেকে দ্বাদশ ৯৩টি, ডিগ্রি কলেজ (১৩শ-১৫শ) ৫৬টি, মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান দাখিল ৩৫৭টি, আলিম ১২৮টি, ফাজিল ৪২টি, কামিল ২৯টি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান কৃষি ৬২, ভোকেশনাল ১৭৫ এবং এইচএসসি (বিএম) ২৮৩টি।
এর মধ্যে মেহেরপুর সদরে ৫ টি, মুজিবনগরে ২টি, গাংনীতে ১০ টি, কুষ্টিয়া দৌলতপুরে ৪টি, মিরপুরে ৩ টি, ভেড়ামারায় ২টি, কুমারখালিতে ৪টি, খোকসায় ২টি ও কুষ্টিয়া সদরে ৩টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্তর তালিকায় রয়েছে।
এখানে ক্লিক করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখুন