মোঃ চাঁদ আলী জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ি পুলিশের উদ্যোগে সড়ক পরিবহন আইন ২০১৮ ইং সম্পর্কে বিভিন্ন মটর গাড়ীর হেলপার ও ড্রাইভারের সাথে সচেতনমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার দুপুর ১২টার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়ায় চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাঁড়ির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার হাইওয়ে জোনাল যশোর জনাব ফরহাদ হোসাইন।
কুষ্টিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃরেজাউল করিম রেজা এর আয়োজনে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন এস আই কামরুজ্জামান, এ এস আই জিন্নাহ সহ আরো অনেকেই।
আলোচনা শেষে বিভিন্ন গাড়ীর ড্রাইভার ও হেলপারদের মাঝে লিফলেট বিতরন করা হয়। এছাড়াও বিগত দিনের বিভিন্ন মামলা প্রায় ১০০ টি জট নিষ্পত্তি করা হয়।
এব্যাপারে কয়েক জন ড্রাইভারের সাথে আলাপ কালে তারা বলেন, উক্ত আইনকে আমরা সাধুবাদ জানাই। আমাদের মতো সমস্ত গাড়ীর ড্রাইভার ও হেলপারদেরকে উক্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাস্তায় গাড়ী চালানো উচিত।