তিন মাসের বকেয়া বেতনের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছে কুষ্টিয়া সুগারমিলের শ্রমিক-কর্মচারী। বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া চিনিকলের প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মিরাজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিথুন, যুগ্ম-সম্পাদক মেজবাউল ইসলাম নীলাভ প্রমুখ।
এ সময় বক্তারা তিন মাসের পাওনা বেতন অতি দ্রুত সময়ে শ্রমিকদের হাতে বুঝিয়ে দেওয়ার দাবি জানান।
কুষ্টিয়া সুগারমিলের শ্রমিক শিলন হোসেন বলেন, আমরা শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। এভাবে আমাদের বেতন বকেয়া রাখার মানে কি এটাই বুঝতে পারি না।
কুষ্টিয়া সুগারমিলের শ্রমিক মনির হাসান টিটু বলেন, এভাবে যদি কুষ্টিয়া সুগারমিল চলতে থাকে তাহলে আরও কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে।
কুষ্টিয়া চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মিরাজুল ইসলাম জানান, আমরা এমডির সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের পাওনা বকেয়া বেতন তাদের হাতে বুঝিয়ে দেওয়া হবে।
কুষ্টিয়া সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের বলেন, বিষয়টি আমার নজরে আছে। শ্রমিকদের এ সমস্যা খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে বলে আশা করি।