Saturday, July 27, 2024
প্রচ্ছদকুষ্টিয়াকুষ্টিয়া সদরকুষ্টিয়া সরকারী কলেজে ফরম পূরনে অতিরিক্ত টাকা আদায়, আন্দোলনে নামাছে শিক্ষার্থিরা

কুষ্টিয়া সরকারী কলেজে ফরম পূরনে অতিরিক্ত টাকা আদায়, আন্দোলনে নামাছে শিক্ষার্থিরা

Published on

পরীক্ষায় অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধে করে বিক্ষোভ করেছেন কুষ্টিয়া সরকারি কলেজের কয়েক হাজার শিক্ষার্থী। সোমবার সকাল ১১টায় কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। অতিরিক্ত ফি প্রত্যাহার, ক্যান্টিন চালু, খেলার মাঠ সংস্কার ও পরিবহন ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, গত বছর অনার্সসহ সব পরীক্ষায় ফি নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৭০০ টাকা। এ বছর এক লাফেই অধ্যক্ষ তা বাড়িয়ে প্রায় ৫ হাজার টাকা নির্ধারণ করেছেন। বিভিন্ন ভুয়া ও মনগড়া খাত তৈরি করে এসব অর্থ নির্ধারণ করা হয়েছে, যা আমাদের কোনো কাজে আসছে না।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী জানান, গত বছর আমাদের ফি ছিল ৩ হাজার টাকার নিচে। এবার সেটা বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। যেখানে বোর্ড ফি মাত্র ৮০০ টাকা সেখানে বিভিন্ন খাতওয়ারি টাকা তোলা হচ্ছে। এটা আমাদের ওপর জুলুম করা হচ্ছে। আগে গরীব ছাত্র-ছাত্রীরা কম টাকায় ফরম পূরণ করতে পারতো। এখন কলেজ কর্তৃপক্ষ অনলাইনে অর্থ আদায় করছে। যাতে কেউ কম দিতে না পারে।

রাস্তায় বসে বিক্ষোভ করেন তারা। এ সময় বিভিন্ন দাবি জানিয়ে তারা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শিক্ষার্থীরা সড়কে বসে পড়ায় বন্ধ হয়ে যান চলাচল। গুরুত্বপূর্ণ এ সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন পথচারীসহ সাধারণ মানুষ।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই ইচ্ছমাত ফি নির্ধারণ করেছেন। গত বছরের তুলনায় এ বছর ফি দ্বিগুন করা হয়েছে। কলেজের বেশিরভাগ শিক্ষার্থী গরীব। তারা এ অর্থ কিভাবে জোগাড় করবে। এখন আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই। ফি প্রত্যাহার না করা হলে প্রয়োজন কঠোর আন্দোলনে নামা হবে।

এ দিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষ এম মনজুর কাদির জরুরি একাডেমিক কাউন্সিলের সভা ডেকেছেন।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...