বাংলা নতুন বছরকে বরণ করতে কুষ্টিয়া সরকারি কলেজ সেজেছে এক নতুন সাজে। দিবসটি উপলক্ষে কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের সতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।
উৎসবের আমেজ ফুটে উঠেছে ক্যাম্পাসের সব জায়গাতে, হই হুল্লোর আর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে নতুন বছরকে বরণ। দিনের শুরুতে নতুন বছরকে বরণ উপলক্ষে এক বিশাল মঙ্গল শোভাযাত্রা করা হয়।
শোভাযাত্রাটি কলেজের প্রধান ফটক হতে শুরু হয়ে সহরের কাটাইখানা মোড়, বাবর আলি গেইট, থানামোড় হয়ে কলেজের মুক্তমঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রায় কলেজে উপস্থিত সকলে অংশগ্রহন করে।
শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কালার ফেস্টুন, হাতে বানানো বাঘের মাথা, হুতুম পেঁচা, ঢোল-তবলা, একতারা, পালকি,ময়ূর সহ বাস্তবের বর-বউ,কৃষক, জেলে, সাপুড়ি, বাউল ইত্যাদি বাঙালীয়ানা সাজে সেজে শোভাযাত্রায় অংশগ্রহন করে।
সকাল ৯ টা থেকে শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে পরিবেশন করা হয় বাঙালীর বিভিন্ন ঐতিহ্যবহী অনুষ্ঠান।যার মধ্যে ছিল বিভিন্ন নাচ, গান, গম্ভীরা ইত্যাদি। উক্ত অনুষ্ঠের সভাপতিত্ব করেন কলেজের প্রিন্সিপাল প্রফেসর মুনজুর কাদির। তিনি সকলে নব বৎসের শুভেচ্ছা জানান এবং সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করেন।
এবং শোভাযাত্রায় অংশগ্রহনকারীদের মধ্যে যে বিভাগের উপস্থাপনা সবচেয়ে ভালো ছিল তাদের সম্মানিত করেন। যেখানে প্রথম স্থান অধিকার করেন ইংরাজি বিভাগ, ২য় উদ্ভিদবিদ্যা, ৩য় ব্যাবস্থাপনা বিভাগ। এর পূর্বে গত কয়েকদিন ধরে সকল বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিভাগ সহ কলেজের গুরুত্বপূর্ন স্থানগুলো রঙবে রঙের আল্পনা কগজের ফুল ইত্যাদি দ্বারা সজ্জিত করেন।