কুষ্টিয়া সরকারী কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব কোন পরিবহন ব্যবস্থা নেই, যতদূর জানি নেই নিজস্ব কোন চিকিৎসক, দেওয়া হয়না কোন প্রকার ঔষুধ৷ লাইব্রেরীর সামান্য কিছু বই ছাড়া অধিকাংশ বই পূরোনো৷ দরিদ্র তহবিলের টাকায় ভাগ বসাচ্ছে অন্য কেউ৷
অথচ কলেজের যে কোন পাবলিক পরীক্ষায় ফরমপূরনের সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছে থেকে উপরিক্ত বেশকিছু খাত থেকে সব মিলিয়ে মোটা অংকের টাকা আদায় হচ্ছে দীর্ঘদিন ধরে৷ এই টাকাগুলো কোন খাতে খরচ হয়? কে খরচ করে? খরচের সিস্টেমটাই বা কি? আমরা বলছি না দূর্নীতি হচ্ছে, খরচের খাতগুলো কি? সাধারণ শিক্ষার্থীরা জানতে চাই৷
সাধারণ শিক্ষার্থীরা যদি ১ সপ্তাহে দেশের ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে পারে, তবে তাদের নিজেদের ন্যায্য দাবির ব্যাপারে কেন জানার অধিকার রাখবে না ?
সাথে সর্বশ্রেণী পেশার মানুষও জানতে চাই এই প্রশ্নগুলোর উত্তর৷