মানুষের রোগ ব্যাধী হলে তাদের ছুটে যাওয়ার যায়গা একটাই সেটা হলো ডাক্তাদের কাছে, কিন্তু ডাক্তার নামে মহৎ পেশায় যারা আছেন বা ডাক্তারি শিখছেন তারা কি আসলে সেই প্রাধান্যটা দিচ্ছেন? আমার মনে হয় না, কারন আমি একজন গনমাধ্যম কর্মি আমি নিজে চোখে আজ দেখেছি হাসপাতালে গিয়ে কিছু র্নিমম কাহিনী।
রোগীর ¯^জনেরা রোগীকে নিয়ে ব্যাস্ত আর রোগীর কিছু ¯^জনেরা ডাক্তারের কাছে কিছু পরামর্শ চাইতে গেলে তারা তো কথা শুনেই না যদিও শুনে তা হলে তাদের উত্তেজিত চোখের গরম দেখে মনে হয় যদি একটা থাপ্পড় মারতে পারতো মনে হয় মনের জ্বালাটা মিটতো। ডাক্তার নামক একটি মহৎ পেশায় এসে যারা নিজেকে অনেক বড় মনে করে তাদেকে ডাক্তারি করার দরকার কি? ঐ সব ডাক্তার ও ইন্টার্নি ডাক্তারদের উপর ধিক্কার জানাই। আরও একটি আমার দেখা গল্প ৬০/৬৫ বছরের বৃদ্ধা এক মা কুষ্টিয়া সদর হাসপাতালে এসেছে কানের ডাক্তার দেখাতে, অনেক কষ্ট করে টিকিট কেটেছে তবে অনেক ঘুরা ঘুরি করেও সেই ডাক্তারের রুম টা খুজে পাই নি। তখন সাদা পোশাক পরা এক ইন্টার্নি মহিলা ডাক্তারের কাছে জিঙ্গেস করছে আমি তো মা কানের ডাক্তারের রুম টা খুজে পাচ্ছি না , একটু বলো কোথায় বসেন ডাক্তার? তখন সেই ইন্টার্নি ডাক্তার যেনো বৃদ্ধ মায়ের কথা শুনেও না শোনার ভান করে চলে গেলো, কেনো তাকে বুঝিয়ে ডাক্তারের রুম টা চিনিয়ে দিলে সম্মানের ক্ষতি হতো। এই নাকি সে আর কয়েক দিন পর বড় ডাক্তার হবে, লেখা পড়া শিখে ডাক্তারের এপ্রোন পরিধান করে ভালো রুমে বসে হাজার হাজার টাকা ফিস নিয়ে রেুাগী দেখলেই কি ডাক্তার হাওয়া যায়? আমার তো মনে হয় না। তারা তো ডাক্তার হবে না কসাই গিরি করা শিখছে, আর কয়েক দিন পরে পুরো জুলমন কসাই হয়ে যাবে। হাসাপাতেলের সমস্যার শেষ নেই তাদের নিজ ¯^াধীনতা মতে যা মন তাই করবে। যখন গ্রাম থেকে কোন এক পরিবার চিকিৎসা নিতে এসেছে হাসপাতালে তখন ডাক্তারগণ সাদা অন্য একটি নিজের ¯^াক্ষর করা একটি কাগজে অনেক গুলো টেষ্টের নাম লিখে বলে তাদের পার্সেন্ট থাকা ডায়াগণষ্টিক সেন্টারে সেখানে পাঠিয়ে দেয়, রোগীর লোক হয়তো ভূল করে অন্য ডায়াগণষ্টিক সেন্টার থেকে টেষ্ট করে এনে রিপোর্ট দেয় ডাক্তারের কাছে তখন ডাক্তারের তো মাথা গরম রিপোর্টটি ছুড়ে মারে রোগীর গায়ের উপর এবং বলে কোথা থেকে কি রিপোর্ট নিয়ে এসেছেন আমি কোনো চিকিৎসা দিতে পারবো না। হাজার হাজার টাকা বেতন পেয়েও গরীব রোগীদের কাছ থেকে কেমন করে টাকা আদায় করা যায় তাদের ঔষধ কোম্পানি থেকে শুরু করে সবযায়গায় তাদের টাকা আয়ের পথ খোলা আছে। হায়রে ডাক্তার আপনাদের ডাক্তার নাম টা বলেও ডাকতে মাঝে মাঝে ঘৃনা হয়। আমার লেখাটি অবশ্যই কারর না কারর চরিত্রের সাথে মিলেছে বলে আমি আশা করি। তবে এর প্রতিকার চাই। বিস্তারিত আরও লিখবো…
কোহিনুর ইসলাম
কুষ্টিয়া