বৃহত্তর কুষ্টিয়ার সাধারণ মানুষের চিকিৎসা সেবার প্রাণ কেন্দ্র কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। ১৯৬২ সালে কুষ্টিয়া শহরের প্রাণ কেন্দ্রে স্থাপিত হয়। ১০০ শয্যা নিয়ে চালু হয় ১৯৬৩ সালে। ২০০০ সালে ১৫০ শয্যায় এবং ২০০৭ সালে ২৫০ শয্যায় উন্নীত হয়। বৃহত্তর কুষ্টিয়া সাধারণ মানুষের চিকিৎসা সেবা কেন্দ্র কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এখানে প্রতিনিয়ত চিকিৎসাসেবা নিচ্ছে প্রায় ২ হাজারেরও অধিক রোগী।
সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালে ভবনের কয়েকটি কক্ষের ছাদে ফাটল ধরেছে। রুমের মধ্যে রোগীদের গায়ে ছাদ খুলে চটা পরছে বলে অভিযোগ পাওয়া যায়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের স্ক্যানু ইউনিটে যেয়ে দেখা যায়, ছাদ থেকে চটা খুলে নিচে পড়তে এবং দেওয়ালে লাগানো টাইলসও খুলে পড়তে দেখা যায়। একই চিত্র হাসপাতালের লেবার ওয়ার্ডেও দেখা যায়।
এ ব্যাপারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড়া: আবু হাসানুজ্জামান এর সাথে কথা হলে তিনি বলেন, আমরা কুষ্টিয়া জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর বেশ কয়েকবার চিঠি দিয়ে বিষয়টি অবগত করেছি। গণপূর্ত বিভাগ এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেনি এখন পর্যন্ত। হাসপাতালে ভবনের কাজগুলো গণপূর্ত বিভাগ করে আমরা ইচ্ছে করলেই ঠিক করতে পারি না।
এ ব্যাপারে চিকিৎসা নিতে আসা ভুক্তভোগী রোগী ও স্বজনেরা দ্রুত এই সমস্যার সমাধানের দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ বরাবর। তারা আরো জানান, সমাধান না হলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা।