Wednesday, March 22, 2023
প্রচ্ছদখুলনা বিভাগকুষ্টিয়াকুষ্টিয়া শহর আ'লীগের সভাপতি তাইজাল আলী খান, সম্পাদক আতাউর রহমান আতা

কুষ্টিয়া শহর আ’লীগের সভাপতি তাইজাল আলী খান, সম্পাদক আতাউর রহমান আতা

Published on

তাইজাল আলী খানকে সভাপতি ও আতাউর রহমান আতাকে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে শহর আওয়ামী লীগের সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই এমন কোনো কাজ করা যাবে না যাতে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামীলীগের সদস্য এস. এম কামাল হোসেন ও গোলাম রব্বানী চিনু। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খাঁন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার আলী, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া-১ আসনের সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া পৌর প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেগম নুর-জাহান মিনা, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ ও প্রকৌশলী ফারুক-উজ-জামান, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিনুল হক রতন।

জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক রুহুল আজম, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল আলম সুমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খাঁন, সঞ্চালনা করেন শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা।

বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আ. স. ম. আক্তারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন নিছা সবুজ, সাধারন সম্পাদক এ্যাড. সামস তানিম মুক্তি, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, জেলা যুব মহিলালীগের আহবায়ক এম সম্পা মাহমুদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার, সাধারণ সম্পাদক সাদ আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আনিচুর রহমান আনিচ সহ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশনে আগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে শহর আওয়ামীলীগের কমিটিতে পুনরায় সভাপতি হয়েছেন তাইজাল আলী খাঁন ও সাধারন সম্পাদক হয়েছেন আতাউর রহমান আতা। উক্ত কমিটির মেয়াদ আগামী ৩বছরের জন্য নির্ধারন করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশনা দেন।

অনুষ্ঠান শুরু করার পূর্বে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তলন করে সম্মাননা জানায়।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কুষ্টিয়ার মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিঠু শেখ (১৪) নামে...

যশোর বোর্ডে পাসের হার ৯৫% | কুষ্টিয়ায় শীর্ষে জিলা স্কুল, জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন

মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এ বছর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সব রেকর্ড ভঙ্গ করেছে।...