কুষ্টিয়া শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৭ বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবশেষ ২০১২ সালে অনুষ্ঠিত হয়েছিল কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সম্মেলন।
কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সম্মেলন আগামীকাল অনুষ্ঠিত হবে। ৭ বছর পর সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সম্মেলন থেকে স্বচ্ছ, ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব উঠে আসবে এমনটাই আশা তৃণমূলের কর্মীদের।
কুষ্টিয়া শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে শহরজুড়ে তাই সাজ সাজ রব। নেতা-কর্মীদের মাঝে উন্মাদনা।
সম্মেলনে নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠনের দাবি নেতা-কর্মীদের। পাশাপাশি ত্যাগী, সৎ ও যোগ্য নেতা-কর্মীদের কমিটিতে স্থান দেয়ার দাবি সাবেক ছাত্রনেতাদের।
দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথেই কমিটি করা হবে বলে জানালেন দলের নেতারা। কুষ্টিয়া শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা জানান, ‘২০২১ এবং ২০৪১ সালের যে ভিষন বাস্তবায়নের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের বিরুদ্ধে সজাগ আছি। মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনা যেটা চাইছেন সেটাই হবে।’
কমিটি বিষয়ে কুষ্টিয়া শহর আওয়ামী লীগ সভাপতি তাইজাল আলী খান বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি যারা করেছে তাদেরকে বাদ রেখে কমিটি প্রস্তুতের কথা বলা হয়েছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
কমিটিতে টেন্ডারবাজ, অনুপ্রবেশকারী আর বিশৃঙ্খলাকারীদের কোন জায়গা হবে না বলে জানালেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক আজগর আলী। তিনি বলেন, ‘ত্যাগী এবং নতুন প্রজন্মের জন্য বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত কর্মী হয়, সে বিষটিকে সমন্বয় করেই আমরা সংগঠন করছি।’
সবশেষ ২০১২ সালে অনুষ্ঠিত হয়েছিল কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সম্মেলন।